👤স্টাফ রিপোর্টার-জাহিদ হাসান,ঢাকা🕛০২ সেপ্টেম্বর ২০২০
বাফুফে নির্বাচনের আগে আবারো আলোচনায় এসেছেন তরফদার রুহুল আমিন। নির্বাচনী আমেজ যতোটা উত্তাপ ছড়ানোর কথা ছিল ঠিক ততটা নেই। তফসিল ঘোষণার আগেই এলো নতুন খবর। গত আড়াই বছর ধরে নির্বাচনী ময়দান চষে বেড়ানো তরফদার মো. রুহুল আমিন থাকছেন না বাফুফের ভোটের লড়াইয়ে।
এর আগেও একবার ঘোষণা দিয়েছিলেন সভাপতি পদে নির্বাচন করবেন না। তবে পরে আবারো সে সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে জিততে দিবেন না বলেই ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নেয়ার কথা জানান।
তবে ফের নির্বাচন থেকে সরে যাবার সিদ্ধান্ত কেন? তরফদার রুহুল আমিনের জবাব, আপাতত নির্বাচনসহ ফুটবলের কোনো কার্যক্রমে থাকতে পারছেন না তিনি। তাই এই সিদ্ধান্ত। নিজের ব্যবসায় মনোনিবেশ করতেই এই সিদ্ধান্ত।
আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় নির্বাচন কমিশন বাফুফে ভোটের তফসিল ঘোষণা করবে।