👤স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
🕤০৭ সেপ্টেম্বর, ২০২০
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে জস বাটলারের দূর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা। ৫৪ বলে ৭৭ রানের ইনিংস খেলেন বাটলার। তার ৭৭ রানের ইনিংসে ভর করে ৭ বল হাতে রেখেই ১৫৮ রানের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ইংলিশ বোলারদের দাপুটে বোলিংয়ে চাপে পরে মাত্র ৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ৩০ রানের ভিতর ৩ উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা।
অধিনায়ক ও ওপেনার অ্যারন ফিঞ্চের ৩৩ বলে ৪০ রান ও মার্কাস স্টায়নিসের ৩৫ রানে ভর করে ইংলিশদের সামনে ১৫৮ রানের লক্ষ্য দাড় করায় অজিরা
লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত জনি বেয়ারস্টোর উইকেট হারালেও ডেভিড মালানের সাথে দারুণ জুটি গড়ে তুলেন জদ বাটলার। ৪২ রান করে মালান বিদায় নিলে টম ব্যান্টন ও ইয়ান মরগানের উইকেট দ্রুতই হারিয়ে বিপদে পরে ইংলিশরা।
শেষ দুই ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার হলে দুই বলে ১০ রান নিয়ে কাজটা সহজ করে দেন মঈন আলী। এরপর ছক্কা হাকিয়ে দলকে জয় উপহার দেন বাটলার।
এই ম্যাচ জয়ে তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো ইংল্যান্ড।