করোনায় আক্রান্ত হয়ে দেশের ২৪ তম নার্সের মৃত্যু হয়েছে। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার মিনারা বেগম (৫৫) বিকাল ৩ টায় মুগদা জেনারেল হাসপাতালে COVID-19 আক্রান্ত ICUতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি কামাল হোসেন পাটোয়ারী। স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ ও অন্যান্য নার্সিং নেতৃবৃন্দ। তারা পৃথক পৃথক শোকবার্তায় তার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানায়। উল্লেখ্য মিনারা বেগম ১৯৮৮ সালে সরকারি চাকরিতে নার্স হিসেবে যোগদান করেন।