👤স্টাফ রিপোর্টারঃ সাদিয়া সুলতানা সকাল, ঢাকা⌚৫ সেপ্টেম্বর ২০২০
উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে বলে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছে। আবার কোনো ব্যাংক অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন করতে দিচ্ছে না। সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক সেবাদাতা ডাচ বাংলা ব্যাংক রাত ১১ টার এটিএম লেনদেন বন্ধ রেখেছে। সতর্কতা তুলে না নেওয়ার পর্যন্ত এসব ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সূত্রঃ সাইবার ৭১