বাংলাদেশী নার্স গবেষনায় করে আসছে একদল গবেষক। সাম্প্রতি বিশ্ববিখ্যাত গবেষণা প্রকাশক স্প্রিংজার ও পাবমেড এ বাংলাদেশি নার্সদের মানষিক স্বাস্থ্য নিয়ে গবেষনা পত্রটি প্রকাশ করে। এই গবেষনা দলটি নতুন করে একটি গবেষনা করতে যাচ্ছে। ইতিমধ্যে তথ্য সংগ্রহ শুরু হয়ে গেছে। গবেষনাটি সফল করতে সবাইকে অংশগ্রহণের আহবান জানিয়েছে গবেষনা দলের সদস্য হুমায়ুন কবির। তিনি বলেন, গবেষনাটি সফল করতে অধিক পরিমান রেজিস্ট্রার্ড নার্সের অংশগ্রহণ অত্যাবশ্যক।
গবেষনায় অংশগ্রহণের লিংকঃ https://cutt.ly/RcRGjbg