নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকায় বদলি বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৯ফেব্রুয়ারী) বদলী ও নানাবিধ দুর্নীতির অভিযোগ দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে উক্ত অধিদপ্তরে নার্সদের বদলীতে অনিয়ম এবং রেকর্ডপত্রে অসংগতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। শূন্য পদের বিপরীতে বদলী বা শূন্য পদের তুলনায় বেশি সংখ্যক পদে বদলী করায় যোগদান করতে না পেরে অনেক সিনিয়র স্টাফ নার্সরা কার্যত ঘরে বসে আছেন এবং বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন মর্মে টিম তথ্য পায়। অভিযানকালে প্রাপ্ত অনিয়ম সংশ্লিষ্ট বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে অভিযান পরিচালনাকারী টিম।