বিডিনার্সিং২৪ রিপোর্টঃ প্রশাসনিক ট্রাইবুনালের রায়ে বহাল থাকলো নার্সিং ইনস্ট্রাক্টর পদ
প্রশাসনিক ট্রাইবুনালের রায়ের পর বহাল থাকলো নার্সিং ইনস্ট্রাক্টর পদ। আজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মোঃ রাশিদুল মান্নাফ কবীর স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, নার্সিং শিক্ষা শাখার ১০.০৮.২০২২ খ্রি. তারিখের
অফিস আদেশ
৫৯.00.0000.143.12.02.19-181 নং স্মারক পত্র মোতাবেক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকার ০৭.১০.২০২১ খ্রি. তারিখের ৪৫.০৩.0000.001.১৯.০০২.১৮- ২১৬৩, তারিখের
২৮.১০.২০২১ খ্রি. তারিখের B৫.০৩.০০০০.০০২.০১.১৫২, ২০-২৪৯, 01.11.2021 45.03.0000. 002.01.১৫২.২০- ২৩৬৮, ০৮.১২.২০২১ খ্রি. তারিখের 45.03.0000. 002.01.152.২০-২৭১৫, ০৯.০৬.২০২২ খ্রি. তারিখের ৪৫.০৩.০০০০. 002.01.152.22-৩৩১, ৩২৮ ও ১৪.০৬.২০২২ খ্রি. তারিখের ৪৫.০৩.0000.002. 01.152.২২-৩৪৭ নং স্মারকাদেশে উল্লিখিত “নার্সিং শিক্ষক/ নার্স শিক্ষক/ মিডওয়াইফারি শিক্ষক” শব্দসমূহ সেবা পরিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬ (তফসিলের ক্রম-২১) বর্ণিত “নার্সিং ইনস্ট্রাক্টর” শব্দ দ্বারা নির্দেশক্রমে প্রতিস্থাপিত করা হলো।