স্টাফ রিপোর্টারঃ পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন রেজিষ্ট্রার্ড মিডওয়াইফ মাহফুজা ঝুমু। আরেক মিডওয়াইফ তামমিম আক্তারও অবস্থান করছেন মেধা তালিকার শীর্ষে। এরা দুই জনই প্রথমবার পোস্ট বেসিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
তাদের আরেকটি পরিচয় হলো। তারা গার্ডিয়ান পোস্ট বেসিক মিডওয়াইফারি ভর্তি গাইডের লেখক। নিজেদের লেখা গাইড পড়েই দুজনই মেধাতালিকার শীর্ষস্থান অর্জন করেছেন। তাদের এই সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।
তাছাড়া নিজেদের লেখা গাইড পড়ে এমন সফল্য নার্সিং ও মিডওয়াইফারি ইতিহাসে বিরল। তারা জানান, পোস্ট বেসিক মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার কোনো গাইড ছিলো না। তাই নিজেদের মেধা দিয়ে একটি গাইড তৈরী করেন তারা। তারপর নিজেদের গাইড দিয়েই পড়াশোনা শুরু করেন। গার্ডিয়ান পোস্ট বেসিক নার্সিং ভর্তি গাইড ও পোস্ট বেসিক মিডওয়াইফারি ভর্তি গাইড থেকে এবছর বেশিরভাগ প্রশ্ন কমন এসেছে। শিক্ষার্থীদের এই সফলতাকে তারা শুভেচ্ছা জানিয়েছেন।