স্টাফ রিপোর্টার- মো ইমামুল হাসান আরিফ
পবিত্র শবে বরাত উপলক্ষে ৩০ মার্চ সরকারি ছুটি থাকবে। পূর্বঘোষণায় এই ছুটি রাখা ছিল ২৯ মার্চে। বিষয়টি মঙ্গলবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিন নিশ্চিত করেছেন।
আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, মূলত চাঁদ দেখার ওপর ভিত্তি করে শবে বরাতের ছুটি নির্ধারণ করা হয়। ২৯ মার্চ শবে বরাত তাই স্বাভাবিকভাবেই ছুটি থাকবে ৩০ মার্চ (মঙ্গলবার)।
এর আগে ২৯ মার্চ (সোমবার) নির্ধারণ করা ছিল। পরে তারিখ পুনঃনির্ধারণ করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব কাজি সাইফুল ইসলাম স্বাক্ষরিত ঐ প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিধান্ত অনুযায়ী পবিত্র “শব-ই-বরাত” এর ছুটি ২৯ মার্চ, ২০২১ এর পরিবর্তে ৩০ মার্চ, ২০২১ পুনঃনির্ধারণ করা হলো। আদেশটি পেতে ক্লিক করুন