স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাসে চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাথে বৈঠক করেন পরিষদ নেতারা। সেই বৈঠকে উপদেষ্টার দাবি পূরণের আশ্বাসে আগামীকাল বুধবারের কর্মবিরতি স্থগিত করেছে পরিষদ।
মঙ্গলবার রাতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের অন্যতম সদস্য সাব্বির মাহমুদ তিহান বিডিনার্সিং২৪ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাস্থ্য উপদেষ্টা আংশিক দাবি মেনেছেন। উনি বলেছেন চারটি পরিচালক পদের মধ্যে আগামীকালের মধ্যে দুইজন নার্সকে দায়িত্ব দেওয়ার আদেশ জারি করে দেবেন। বাকি পরিচালক ও মহাপরিচালকের পদ আপাতত শূন্য থাকবে।
তিনি বলেন, নার্সদের মহাপরিচালক হওয়ার ক্ষেত্রে চলমান নিয়োগ বিধিতে কিছু বাধা আছে। এই নিয়োগবিধি সংশোধন করে এটাকে যুগোপযোগী করতে হবে যাতে নার্সরা মহাপরিচালক হতে পারেন। এমন নিয়োগবিধি প্রণয়ণের জন্য পাঁচ সদস্যের কমিটি করা হবে। এ জন্য আমরা আগামী দুইদিন সময় নিলাম। কর্মবিরতি স্থগিত করা হলো। শুক্রবার পর্যন্ত সব কর্মসূচি স্থগিত থাকবে। এর মধ্যে আশ্বাস পূরণ না হলে আবার শাটডাউনে যাব আমরা।
উল্লেখ্য, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতালসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দেন নার্স ও মিডওয়াইফরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী, তারা মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন। একই দাবিতে আগামীকাল বুধবারও (২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা ছিল নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের।