শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

নার্স উদ্যোক্তার IELTS স্বপ্নপূরণ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩১০৩ Time View

স্টার্ফ রিপোর্টার : এ.কে.সরকার।
বিডিনার্সিং ২৪.কম।

মাসুদ আহমেদ, সিলেট শহরে বসবাস করা এই তরুণ ২০১৯ সালে বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজ থেকে বি.এস.সি নার্সিং পাশ করেছেন।

গল্পের শুরুটা হয়েছিল, তিনি যখন নার্সিং এ ৩য় বর্ষের ছাত্র ছিলেন।

বাংলাদেশের প্রেক্ষাপট থেকে প্রায় ৯৮% শিক্ষার্থী বাংলা মিডিয়াম থেকে নার্সিং ইনস্টিটিউট বা কলেজগুলোতে ভর্তি হয়।

তবে পড়াশোনা ইংরেজি মাধ্যমেই সম্পূর্ণ করতে হয়। এমতাবস্থায় অনেক শিক্ষার্থী আছে যারা ইংরেজি বিষয়ে দক্ষ নয়,বরং অনাকাঙ্ক্ষিত ভয় তাদের পড়াশুনায় মনোনিবেশ করতে বাঁধা বা মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

তবে মাসুদ আহমেদ নিজের এই ভয় কে জয় করে, একটি লক্ষ্য স্থির করেছিলেন। তিনি ভেবেছিলেন ইংরেজিকে রপ্ত করতে চাই ইচ্ছাশক্তি এবং চেষ্টার মাধ্যমে। উৎসাহ পেলে মানুষ যে কোন কঠিন কাজকে সম্পন্ন করতে পারে।

নার্সিং ৪র্থ বর্ষে থাকাকালীন তিনি IELTS কোর্সে ভর্তি হন ও তার চেষ্টা আর দৃঢ়তার মাধ্যমে তিনি তার কোর্সটি সম্পন্ন করেন এবং ফলাফল স্বরূপ তিনি স্কোর ৭ পেয়েছেন।

তার এই প্রাপ্তি তাকে নতুন চিন্তামনা করে তুলে এবং সেই সাথে তার চিন্তার মানচিত্র খুলে দিল “IELBUZZ (A New Perspective of Learning)” এই প্রতিষ্ঠান টি।
সিলেটের সুবিদবাজার পয়েন্ট, রিয়াজ ম্যানশন এর ২য় তলায় গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি এবং তিনি নিজেই IELTS Instructor হিসেবে আছেন। তার প্রতিষ্ঠানের সবচেয়ে ব্যাতিক্রম বৈশিষ্ট্য হচ্ছে যে, তিনি সর্বোচ্চ ৬ জন ছাত্র নিয়ে একটি ব্যাচ পরিচালনা করেন, যাতে করে STUDENT-TEACHER এর মধ্যে Interaction বজায় থাকে।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য নার্সিং শিক্ষার্থীদের মাঝে ইংরেজি নিয়ে যে জড়তা আছে তা কাটিয়ে উঠতে সাহায্য করা। শুধু দেশ নয়, দেশের বাহিরেও বাংলাদেশের নার্সদের লক্ষ্যকে সম্প্রসারিত করা ইংরেজিতে দক্ষতা বাড়ানোর মাধ্যমে।

একজন নার্স চাইলেই নার্সিং সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে তার সুদৃঢ় পরিকল্পনা নিয়ে একজন সফল উদ্যক্তা হয়ে উঠতে পারে।
আর তার দৃষ্টান্ত সিলেট এর মাসুদ আহমেদ,
তার এই চমৎকার চিন্তার সু-বিস্তারের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102