i- desk, bdnursing24: নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞাপন দিয়ে দেশের মানুষের সাথে অভিনব কৌশলে প্রতারণা করছে কেয়ার গিভার্স বাংলাদেশ। প্রতিষ্ঠানটি নিজেদের কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত দাবি করে নার্সিং কোর্সে ভর্তি নিচ্ছে।
খোজ নিয়ে জানা যায় ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ১৬৭ তম সভার সিগ্ধান্ত অনুযায়ী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে কোনো নার্সিং কোর্স পরিচালিত হয় না। বর্তমানে নার্সিং নামে কোনো কোর্সে স্টুডেন্ট ভর্তি বা রেজিস্ট্রেশন দিচ্ছে না কারিগরি বোর্ড।
এ নিয়ে জানতে চাইলে কেয়ার গিভার্স বাংলাদেশের চেয়্যারম্যান সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বাসিদুল ইসলাম বিডিনার্সিং২৪ কে বলেন, তাদের কাছে শুধু কেয়ার গিভারর্স কোর্সের পারমিশন আছে। নার্সিং কোর্সের বিজ্ঞাপন কেনো দিয়েছেন এমন প্রশ্নের কোনো সঠিক উত্তর তিনি দিতে পারেননি। দেশে তাদের ৫০ টি শাখার অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
কেয়ার গিভার্স খুলনা শাখায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। তিনি বলেন কোনো তথ্য জানতে চাইলে ডাকার হেড অফিসে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।