স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন, ঢাকা
তারিখঃ ১৫ সেপ্টেম্বর,২০২০
জনসাধারণের ব্যবহারের জন্য নভেম্বরেই প্রস্তুত হয়ে যেতে পারে করোনাভাইরাস প্রতিরোধে চীনের তৈরি ভ্যাকসিন। গতকাল(১২ সেপ্টেম্বর, ২০২০)চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের এক কর্মকর্তা এমনই তথ্য জানিয়েছেন।
করোনা প্রতিরোধে লক্ষ্যে এখন পর্যন্ত মোট চারটি ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে দেশটি। এর আগে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য তিনটি ভ্যাকসিনকে অনুমোদন দেয় চীন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের কর্মকর্তা গুইজন উ বলেন, বর্তমানে ভ্যাকসিন গুলো চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে আছে। আমরা আশা করছি এগুলো নভেম্বর-ডিসেম্বরে জনসাধারণের জন্য প্রস্তুত হয়ে যেতে পারে। তবে দেশটির কোন কোম্পানির ভ্যাকসিন নভেম্বর-ডিসেম্বরে পাওয়া যাবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।