👤স্টাফ রিপোর্টার : বিভাবরী, ঢাকা 🕔 ০২.০৯.২০২০
কোভিড মহামারির মধ্যেই যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, রাশিয়াসহ বিশ্বের অসংখ্য দেশ স্কুল খুলে দিয়েছে। দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি স্বাস্থ্যবিধির ওপর সবচেয়ে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। তবে করোনা নিয়ন্ত্রণ না করে স্কুল খুলে দিলে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)।
দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। একে তো লকডাউনের বন্দি জীবন থেকে মুক্তি অন্যদিকে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা। তাই শিশুদের আনন্দটা যেন একটু বেশিই। মঙ্গলবার যুক্তরাজ্যে স্কুল খোলার পর নর্দার্ন আয়ারল্যান্ডের স্কুলের শিক্ষার্থীরা এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে।
একজন বলেন, বন্ধুদের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে। আর স্কুলে যেভাবে আমরা সবকিছু বুঝতে পারি, বাসা থেকে আসলে সেভাবে অনেক কিছুই বুঝিনা। স্কুলে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। বন্ধুদের দেখতে পারছি, তাদের সঙ্গে খেলতে পারছি।
স্কুলে ফিরেছে ফ্রান্স, রাশিয়া, স্পেনসহ ইউরোপের বেশিরভাগ দেশের শিক্ষার্থীরাও। পাঠ্যবইয়ের পাশাপাশি ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার শিক্ষার্থীদের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সবার করোনা নেগেটিভ নিশ্চিত করার পরই কেবল স্কুল খোলার নির্দেশনা দিয়েছে রাশিয়ার মহামারি প্রতিরোধ দফতর। প্রথম দু’সপ্তাহ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসাকর্মীরা।
স্কুলগুলোকে জীবাণুমুক্ত রাখার পাশাপাশি ১১ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক পড়ার শর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে ফ্রান্স। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রাখতেই নির্দেশনা দেয়া হয়েছে।
বলকান রাষ্ট্রগুলোতে কর্মক্ষেত্র খুলে দেয়ায় ৯৫ শতাংশ অভিভাবকই স্কুল খোলার পক্ষে মত দিয়েছেন। সে অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সার্বিয়ায় গ্রেড ওয়ান থেকে গ্রেড ফোরের শিক্ষার্থীরা সকালে এবং গ্রেড ফাইভ থেকে গ্রেড এইটের শিক্ষার্থীরা বিকেলের ক্লাসে অংশ নেবে। একইসঙ্গে শিক্ষকদের ফেস মাস্ক পরার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
তবে স্কুল খোলার আগে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তার ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম বলেন, করোনা নিয়ন্ত্রণ করতে পারলেই কেবল স্কুল খোলা উচিত, তার আগে নয়। নিয়ন্ত্রণের আগেই স্কুল খুলে দিলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে।
করোনার উৎপত্তিস্থল চীনের উহানেও ভাইরাসটিকে নিয়ন্ত্রণে এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে কর্তৃপক্ষ। চলতি মাসে ধারাবাহিকভাবে উহানের বিশ্ববিদ্যালয় গুলো খুলে দেয়া হবে। উহান ছাড়াও চীনের বিভিন্ন শহরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।