নিজস্ব প্রতিবেদকঃ
দরদী মন নিয়ে আপনজনের মতো রোগীদের সেবা দিতে নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিএসএমএমইউর এ ব্লক অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএসএমএমইউর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক, সেবা তত্বাবধায়ক সন্ধা রানী সমাদ্দার প্রমুখ ছাড়াও নার্সিং কর্মকর্তাবৃন্দ ও নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সরা।
অনুষ্ঠানে সেবা তত্বাবধায়ক সন্ধা রানী সমাদ্দার নার্সদের আবাসন সমস্যা সমাধানে গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য বিএসএমএমইউ তে সর্বশেষ নিয়োগে ৫৯৬ জন নার্স যোগদান করেন।