বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

জেল হত্যা দিবসে স্বাধীনতা নার্সেস পরিষদের দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৬৪৯ Time View

সিনিয়র রিপোর্টারঃমরিয়ম আক্তার,চাঁদপুরঃ আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়।

১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জাতি আজ মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করছে। বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনে উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে পালিত হচ্ছে শোকাবহ এই দিনটি।

শোকাবহ এই দিনটিতে নানা কর্মসূচী গ্রহন করেছে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)। এমন তথ্য জানিয়েছেন স্বানাপ মহাসচিব ইকবাল হোসেন সবুজ। আজ জোহরের নামাজের পরে ঢাকা মেডিকেল কলেজের মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102