স্টাফ রিপোর্টার: তাহমিনা আক্তার, কুমিল্লা
তারিখ: ০৭.০৯. ২০২০ ইং
উপকারিতা–
১.ত্বক উজ্জ্বল করে।
২.চোখের নিচের কালো ভাব দূর করে।
৩.ব্রণ দূর করে।
৪.লিপ গোলাপি আভাতে রাখে।
রূপচর্চায় গোলাপের পাপড়ির ব্যবহার —
➡️উজ্জ্বল করতে গোলাপের পাপড়ির ব্যবহারঃ
এক চামচ গোলাপের পাপড়ি, এক চামচ চন্দনগুঁড়ো, এক চামচ লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক বানাতে হবে। সপ্তাহে দুদিন ব্যবহারই যথেষ্ট।
➡️ব্রণ দূর করার জন্য গোলাপের পাপড়ির ব্যবহারঃ
এক চামচ গোলাপের গুঁড়োর সাথে পরিমান মত পানি মিশিয়ে ব্যবহার করতে হবে। গোলাপের পাপড়ির অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ কে ছোট করে দেয় এবং এর লালচে ভাব কমিয়ে আনে।
➡️চোখের নিচে কালচে ভাব দূর করতে গোলাপের পাপড়ির ব্যবহারঃ
পানির সাথে অল্প পরিমাণ গোলাপের বুড়ো নিয়ে সেদ্ধ করে তা ঠান্ডা করে নিতে হবে।এরপর তুলার সাহায্যে তা চোখের উপর দিয়ে ১৫ মিনিট চোখ বন্ধ করে থাকতে হবে।এভাবে প্রতিদিন ব্যবহারে চোখের নিচের কালো ভাব দূর হব।