নিজস্ব প্রতিবেদকঃ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিংয়ের রেজিস্ট্রেশন দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং FWV দের মিডওয়াইফ সমমান নিবন্ধন দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে নার্সেস সংগঠনগুলো। আজ রবিবার চট্টগ্রাম প্রবর্তক মোড়ে মানববন্ধন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা।
মানববন্ধনে চট্টগ্রাম নার্সিং কলেজ, শামসুন্নাহার খান নার্সিং কলেজ, আনোয়ারা নূর নার্সিং কলেজ, বিজিসি ট্রাস্ট নার্সিং কলেজ,মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনিস্টিউট রেড ক্রিসেন্ট নার্সিং ইনিস্টিটিউটের কয়েক হাজার নার্সিং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম (সদস্য সচিব, বাংলাদেশ নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ,চট্টগ্রাম মহানগর শাখা) সোনিয়া খাতুন (যুগ্ম সাধারণ সম্পাদক, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম নার্সিং কলেজ) বাহার উদ্দিন (রেজিট্রার্ড নার্স, মা ও শিশু হাসপাতাল)
নিজাম (শামসুন্নাহার খান নার্সিং কলেজ) প্রিয়তমা বড়ুয়া (মিডওয়াইফারী ৩য় বর্ষ,চট্টগ্রাম নার্সিং কলেজ) সাব্বির আহমেদ (সহ অর্থ সসম্পাদক, স্বানাপ, চমেকহা)
মোঃ বেলাল উদ্দীন (সহ সভাপতি, স্বানাপ, চমেকহা) খন্দকার রাশেদুল আলম (সাধারণ সম্পাদক, স্বানাপ, চমেকহা) রতন কুমার (সহ সভাপতি, স্বানাপ কেন্দ্রীয় কমিটি) ও ইসমাইল হোসেন।মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন মোঃ আমিনুল ইসলাম (আহবায়ক, বাংলাদেশ নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ,চট্টগ্রাম মহানগর শাখা)
এছাড়াও বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বয় কারী মোঃ ইসমাইল হোসেন, সুজন দাশ, প্রশান্ত পাল, বাহা উদ্দীন বাহা, অনুপম (রেজিস্ট্রার্ড নার্স) এদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ ইসমাইল হোসেন (রেজিস্টার্ড নার্স এবং কেন্দ্রীয় বেকার নার্সেস এসোসিয়েশন এর কার্যকরী সদস্য) এবং সঞ্চারনায় ছিলো যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম ( আনোয়ারা নূর নার্সিং কলেজ এন্ড ইন্সটিটিউট)
এসময় বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে স্থগিত কৃত লাইসেন্স পরীক্ষা নেয়ার দাবি জানান। এছাড়াও পরিবার পরিদর্শীকাদের মিডওয়াইফারি সমমান দেয়ার সিদ্ধান্ত বাতিলের আহবান জানান।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে যোগাদান করে স্বানাপ চমেকহার সিনিয়র নেতৃবৃন্দ।