নিজস্ব প্রতিনিধি:
ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট এ অবস্থিত গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং ২০২৩-২৪ সেশনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দীর্ঘ ৬ মাস প্রস্তুতি শেষে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৯মার্চ) ফার্মগেট হালিম কমিউনিটি সেন্টারে দিনব্যাপী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং ও জব কেয়ার এর চেয়ারম্যান সাব্বির মাহমুদ তিহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রদান উপস্থিত ছিলেন।
এসময় নার্সিং সেক্টরের শীর্ষ স্থানের দায়িত্বশীল বিভিন্ন ব্যাক্তিবর্গসহ ছাত্রছাত্রীদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ বছর গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং প্রধান কার্যালয় থেকে প্রায় ১ হাজার শিক্ষার্থী সহ সারা বাংলাদেশে ৪৫ টির অধিক শাখা থেকে প্রায় ৫ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করবেন।