নার্সরাই হলো শেখ হাসিনার কোভিড ভেক্সিনে শতভাগ সাফল্যের অন্যতম ভীত এমন মন্তব্য করছেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল কোভিড বুষ্টার ডোজ নেয়ার পর তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। নিচে পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে স্বাস্থ্য শিক্ষায় দক্ষ নার্স, মেডিকেল এসিস্ট্যান্ট/হেলথ টেকনিশিয়ানের কোনো বিকল্প নেই। দেশে বিদেশে এই দক্ষ পেশা সমুহের প্রচুর চাহিদা আছে। আমাদের দেশের এই দক্ষ নার্স, হেলথ টেকনোলজিস্ট, এই জনসম্পদই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোভিড ভেক্সিনে শতভাগ সাফল্যের অন্যতম ভীত।
আমাদের সন্তানদের শুধুই লেখাপড়া শিখে ডাক্তার হবো, এটি শেখালেই চলবেনা। স্বাস্থ্য সেবার সাথে জড়িত পুরুষ ও নারী নার্স এবং হেলথ টেকনোলজিস্ট আমাদের এখন প্রচুর প্রয়োজন।
গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ভেক্সিন ডোস দিলাম, আর তাই যারা এই সাফল্যের অন্যতম কারিগর, সেই নার্সবৃন্দ, টিকা দানকারী দক্ষ পরিশ্রমী মানুষগুলোর সাথে কিছু ছবি।
আমাদের দেশে পুরুষ নার্সেরও অনেক চাহিদা। এটি শুধুই নারীদের পেশা নয়। তাই ছেলেদেরও উৎসাহিত করতে হবে নার্সিংয়ে প্রশিক্ষিত হতে।
বিজ্ঞাপন
নার্সিং নিয়োগ কোচিংঃ 01682955664 (নীলক্ষেত শাখা)