আলমগীর, ঢাকা: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গতকাল শনিবার পর্যন্ত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য সহযোগিতা সংস্থার(জিসিসি) ছয় দেশে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭০ জন বাংলাদেশীর। যার মধ্যে শুধু সৌদি আরবেই মৃত্যুর সংখ্যাটা সব থেকে বেশি ৭৮৮ জন।
জিসিসির ছয়টি দেশেই(সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত,কুয়েত,কাতার,ওমান,বাহরাইন) মূলত বাংলাদেশী অভিবাসীদের প্রধান গন্তব্য। বাংলাদেশী দূতাবাসের সূত্র অনুযায়ী; ২২ আগস্ট, শনিবার পর্যন্ত সৌদি আরবে ৭৮৮ জন,সংযুক্ত আরব আমিরাতে ১৭৫ জন,কুয়েতে ১০০ জন,ওমানে ৫৫ জন,কাতারে ৩২ জন ও বাহরাইনে ২০ বাংলাদেশীর করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্যে ৩২৫ জন, যুক্তরাষ্ট্রে ২৮২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জন, স্পেনে ৫ জন, পর্তুগাল ২, দক্ষিণ আফ্রিকা ২ এবং ভারত, মালদ্বীপ, কেনিয়া, লিবিয়া, ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন। অর্থাৎ ওই ১৪ দেশে ৬৫৯ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন।