স্টাফ রিপোর্টার :শানু আক্তার,নারায়নগঞ্জ
করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৫ কোটি টাকা) অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জাপানের আর্থিক সহায়তায় এডিবির গঠন করা ‘এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স ফান্ড’ থেকে এই অর্থ দেওয়া হবে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ স্বাক্ষর করেন। মনমোহন প্রকাশ বলেন, এ সহায়তা দেওয়ার ফলে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। করোনা টিকা সংগ্রহ ও ব্যবহার করার জন্য
অনুদান দিয়ে করোনার টিকা কেনা হবে, যার এখনও উন্নয়ন চলছে। বাংলাদেশ সরকার চাইছে দেশের জনগণের জন্য শুরুতেই এ টিকা পেতে। বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। ফলে অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে চলবে।
করোনাভাইরাসে স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব কমাতে এ অনুদান গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
করোনা মোকাবিলায় এ পর্যন্ত বাংলাদেশকে এডিবি সব মিলিয়ে ৬০ কোটি ৩০ লাখ ডলার ঋণ ও অনুদান দিয়েছে। এর মধ্যে গত ৭ মে ৫০ কোটি ডলার; গত ৩০ এপ্রিল ১০ কোটি ডলার অনুমোদন করেছে। এর আগে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী কেনার জন্য জরুরি ভিত্তিতে সাড়ে ৩ লাখ ডলার অনুদান দিয়েছে এডিবি।