স্টাফ রিপোর্টার: সুরাইয়া খাতুন, নাটোর
করোনা মহামারি ঠেকাতে করোনা টিকা দেয়া হচ্ছে বিশ্বের নানা দেশে। আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা-র তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ১৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।
করোনা টিকা দেয়ার অনুপাতিক হারে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় শীর্ষে বাংলাদেশ। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার তথ্য অনুযায়ী, প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া রয়েছে বাংলাদশের পেছনে। এ ধারা অব্যাহত থাকলে ফেব্রুয়ারির শেষ নাগাদ পৌঁছে যেতে পারে সর্বোচ্চ টিকা দেয়া প্রথম দশ দেশের তালিকায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাসিনুর রহমান খান বলেন, সাধারণের আগ্রহ এ ধারায় থাকলে ফেব্রুয়ারির শেষ নাগাদ ৩০ থেকে ৩৫ লাখ ডোজ টিকা দেয়া যাবে। আর তাতে সর্বোচ্চ টিকা দেয়া প্রথম দশ দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ।
বাংলোদেশে করোনা টিকার ডোজ এ পর্যন্ত এসেছে ৭০ লাখ। আগামী ৫ মাসে ভারতের সেরাম থেকে আড়াই কোটি আর কোভাক্সের কাছ থেকে সোয়া কোটি মিলিয়ে সাড়ে ৪ কোটি ভ্যাকসিন পাচ্ছে ঢাকা। এতে সোয়া দুই কোটি মানুষকে দেয়া যাবে সুরক্ষা। এখন দেশের এক হাজারের বেশি হাসপাতালে দিনে টিকা দেয়া হচ্ছে প্রায় সোয়া দুই লাখ।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, গত চার সপ্তাহ যাবৎ আমাদের দেশের সংক্রমণ পাঁচ শতাংশের নিচে। এটি আমাদের জন্য স্বস্তির খবর। তবে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি। কারণ করোনা সংক্রমণ কমছে এটি ভালো খবর। এটি ধরে রাখতে হবে। এটি একটি বৈশ্বিক সমস্যা। সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। যারা বিদেশ থেকে আসছে তাদের থেকেও নজর রাখতে হবে।
জনসন এন্ড জনসনের করোনা টিকা কিছুদিনের মধ্যেই শিশুদের দেয়া শুরু করবে অনেক দেশ। এতে বাংলাদেশও আগ্রহী বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।