বিডিনার্সিং২৪ রিপোর্টঃ ফরিদপুরে স্বনামধন্য এ্যামাজান নার্সিং কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এ্যামাজান নার্সিং কলেজের চেয়ারম্যান ও বেসরকারি নার্সিং কলেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ মোস্তাফিজুর রহমান, ব্যাবস্থাপনা পরিচালক শেখ মোত্তাকিম হোসাইন প্রান্ত সহ কলেজের অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
চেয়ারম্যানঃ রাশেদ মোস্তাফিজুর রহমান
আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশমূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। কলেজের চেয়ারম্যান রাশেদ মোস্তাফিজুর রহমান বলেন, স্বাস্থ্য খাতে নার্সদের ভূমিকা অপরিসীম। তাই দেশের স্বাস্থ্য সেবা উন্নত বিশ্বের ন্যায় সমুন্নত রাখতে দক্ষ নার্সের বিকল্প নেই। এসময় তিনি এম্যাজান নার্সিং কলেজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। কলেজের ব্যাবস্থাপনা পরিচালক শেখ মোত্তাকিম হেসাইন প্রান্ত বলেন, এ্যামাজান নার্সিং কলেজ যুগোপযোগী নার্সিং শিক্ষার মাধ্যমে দক্ষ নার্স তৈরি করছে। মানসম্মত শিক্ষার লক্ষ্যে শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে কলেজে নার্সদের উচ্চশিক্ষার কথাও জানান তিনি।
সাংস্কৃতি অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয়, কবিতা আবৃতি করেন। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।