স্টাফ রিপোর্টার:রাবিয়া আক্তার মীম
ফুলপুর,ময়মনসিংহ।
আগামী মাসের শুরু থেকে অনলাইনে ক্লাস শুরু হবে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে অনলাইনেই ক্লাস হবে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণিতে এবার মোট তিন ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির আবেদন নেওয়া হয়। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে।
গত ৯ আগস্ট থেকে অনলাইনে ভর্তির জন্য আবেদন শুরু হয় এবং গত ২৫ আগস্ট ফলাফল প্রকাশ করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড.হারুন-অর-রশিদ বলেন,অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু হবে। করোনা পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদেরকে অনলাইনে ক্লাস করার আহ্বান জানান তিনি।
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়ার সকল কার্যক্রম শেষ হয়েছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু হবে বলে জানান তিনি। কিন্তু তা কতটুকু সফল হবে তা সময়সাপক্ষে।