স্টাফ রিপোর্টারঃ আলমগীর হোসেন,ঢাকা
🕛০৪ সেপ্টেম্বর, ২০২০
করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। উয়েফা নেশন্স লিগে এবারের আসরের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে জার্মানী বনাম স্পেনের ম্যাচ। জার্মানীর জয়ের সম্ভাবনা থাকলেও শেষ সময়ে স্পেনের গোলে পাল্টে যায় ম্যাচের চিত্র। স্পেনের পক্ষে গোলটি করেন ডিফেন্ডার হোসে লুইস গায়ার। টুর্নামেন্টের ২য় আসরের প্রথম ম্যাচে চতুর্থ গ্রুপের থেকে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকে দু’দল।
ম্যাচের শুরুতে দু’দলের লড়াইটা ছিলো সমানে সমান।কিন্তু সময় বাড়ার সাথে সাথেই বল দখলে এগিয়ে যায় জার্মানরা। ম্যাচের ১১ মিনিটেই দারুণ এক সুযোগ পায় স্বাগতিক জার্মানী। টনি ক্রুসের ক্রস থেকে ভেরনারের দারুন দূর্দান্ত হেড দারুন দক্ষতায় ঠেকিয়ে দেন স্পেনিশ গোলরক্ষক। ম্যাচের ১৫ মিনিটে জার্মান গোলরক্ষকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি স্পেনিশ ফরোয়ার্ড রদ্রিগো। প্রথমার্ধ্ব শেষ হয় গোল শূন্যতেই।
বিরতির পর দারুন ফুটবল খেলতে থাকে জার্মানরা। সুযোগও পেয়ে যায় খুব দ্রুতই। ম্যাচের ৫১ মিনিটে টিমো ভেরেনার গোলে এগিয়ে যায় স্বাগতিক জার্মানী। এরপর বার বার চেষ্টা করেও গোল করতে পারেনি কোনো দল। কিন্তু ম্যাচের চিত্র পাল্টে যায় অতিরিক্ত সময়ে। ডিফেন্ডার লুইস গায়ার গোল করে সমতায় ফিরে নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন।