বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন

ইউনাইটেড হাসপাতালের সম্মাননা প্রদান, প্রথম করোনা টিকা গ্রহন কারী সম্মুখ যোদ্ধা রুনু বেরোনিকা কস্তা কে

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬০৯ Time View

 

👩‍⚕️স্টাফ রিপোর্টার: তানজিলা আক্তার সারা

🎯করোনা টিকা নেওয়া প্রথম ব্যক্তি রুনু ভেরোনিকা কস্তাকে সম্মাননা দিয়েছে ইউনাইটেড হাসপাতাল করোনা টিকা নেওয়া প্রথম ব্যক্তি রুনু ভেরোনিকা কস্তাকে সম্মাননা দিয়েছে ইউনাইটেড হাসপাতাল।
সম্প্রতি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে আরও একটি অধ্যায় যোগ করেছেন করোনা ভাইরাসের টিকা গ্রহণকারী প্রথম ব্যক্তি রুনু ভেরোনিকা কস্তা। তাঁর সাহসী দৃপ্ত অঙ্গীকারে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের সবাই অভিভূত। সেই রুনু ভেরোনিকা কস্তাকে সম্মাননা দিল ইউনাইটেড হাসপাতাল লিমিটেড।

🎯২০০২ সালে রুনু ভেরোনিকা কস্তা ইউনাইটেড হসপিটালে তাঁর নার্সিং ক্যারিয়ার শুরু করেন এবং এরপর টানা সাড়ে ৯ বছর এখানে কাজ করেন। কার্ডিয়াক আইসিইউতে কাজ করার সময় রুনুর একনিষ্ঠতা, একাগ্রতা ও দক্ষতা সম্পর্কে প্রশংসা করেন ডিরেক্টর কার্ডিয়াক সার্জারি বিভাগের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির। এ সময় কার্ডিয়াক অ্যানেসথেসিয়া ডিপার্টমেন্টের সিনিয়র কনসাল্টেন্ট ডা. শহীদ আহম্মেদ চৌধুরী বক্তব্য দেন।

🎯ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান রুনু ভেরোনিকা কস্তাকে ফুল ও উপহার দিয়ে সম্মাননা প্রদান করেন। এ সময় তিনি রুনুর সাহসী অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।

🎯অনুষ্ঠানের শুরুতে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ডিরেক্টর অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার স্বাগত বক্তব্য দেন।

🎯রুনু ভেরোনিকা কস্তা ইউনাইটেড হাসপাতালে তাঁর কাজের অভিজ্ঞতা স্মরণ করেন ও সাবেক সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য পরিচালক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিপার্টমেন্টের কনসালট্যান্ট, চিকিৎসক এবং নার্সরাও উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102