নিয়োগ বিজ্ঞপ্তি
আর্মি নার্সিং কলেজ, কুমিল্লা এর জন্য নিম্নবর্ণিত পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করা হয়েছে।
পদের নামঃ-
১.সহকারী অধ্যাপক -পদসংখ্যা ০১
শিক্ষাগত যোগ্যতা -বি এস সি ইন নার্সিং /মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ/এমএমএস এবং তিন থেকে পাচ বছর নার্সিং শিক্ষকতার অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
২.লেকচারার-
পদসংখ্যা-০২(দুই)
শিক্ষাগত যোগ্যতা ঃ- এস সি ইন নার্সিং /মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ/এমএমএস নার্সিং শিক্ষকতার অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।বয়স সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের নিয়মাবলি ঃ-
আগ্রহী প্রার্থীদের ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, জেলারেল ফান্ড আর্মি নার্সিং কলেজ এর অনুকুলে ৫০০ত টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ(নম্বরপত্র সহ)
জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনিদ(যদি থাকে)মোবাইল নাম্বার সহ প্রকল্প পরিচালক আর্মি নার্সিং কলেজ, কুমিল্লা।কুমিল্লা সেনানিবাস এর অনুকুলে আগামী ১৫-০৯-২০২০তারিখের মধ্যে ডাকযোগ এ বা কুরিয়ার এর মাধ্যমে পাঠানোর অনুরোধ জানানো হলো।
প্রকল্প পরিচালক আর্মি নার্সিং কলেজ।