নিজস্ব প্রতিবেদক | ১৯ সেপ্টেম্বর, ২০২০.
উপরের ছবির ছেলেটির আপনজন না পেয়েও মানবিক দৃষ্টিতে চিকিৎসা সেবা দিতেছেন ওসমানীর নার্সবৃন্দ।
উপরের ছবির ছেলেটি গত ২৯/৮/২০২০ দিন থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ-র ১১নং ওয়ার্ডে নিউরো সার্জারী বিভাগে ভর্তি আছে!ছেলেটির কোন আপনজন আজ পর্যন্ত পাওয়া যায়নি.ছেলেটি অজানা রোগী হিসাবে ভর্তি আছে।বর্তমানে তার সকল প্রকার দায়িত্ব পালন করছেন নার্সিং কর্মকর্তা বৃন্দ।তার সহযোগিতার জন্য ওয়ার্ড বয় কাজ করছেন।ছেলেটির অবস্হা তেমন ভালো ছিলো না।বর্তমানে তাহার কিছুটা উন্নতি হয়ছে।যদি কোন প্রিয়জন থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন মেডিকেল এর সার্জারী বিভাগের ১১নং ওয়ার্ডে।আজ ২২দিন থেকে ছেলেটি চিকিৎসারত আছে।১১নং ওয়ার্ডে নার্সিং কর্মকর্তা বৃন্দ সর্বোচ্চ চেষ্টা করতেছেন ছেলেটি ভালো করার জন্য।তারপরে তার আপন জন খুব দরকার।দয়া করে তার প্রিয়জন থাকলে এম.জি ওসমানী মেডিকেল কলেজের নিউরো সার্জারী বিভাগের ১১ ওয়ার্ডে যোগাযোগ করিবেন।
তিলক বালা/বিডিনার্সিং২৪