আদনান ফারাবী, ঢাকাঃ রাজশাহী নার্সিং কলেজের চিকিৎসাধীন ২য় বর্ষের শিক্ষার্থী জুবাইদা বিনতে আজিজকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখতে যান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের বিএনএ এর সাধারণ সম্পাদক ইসরাঈল আলী সাদেক। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
আজ রাতে ইসরাইল আলী সাদেক ও স্টুডেন্ট প্রতিনিধিরা জোবাইদার খোঁজ খবর নেন। এসময় ইসরাইল আলী সাদেক অসুস্থ জোবাইদার সাথে কথা বলে সার্বিক খোজ খবর নেয় এবং ওসমানী বিএনএর পক্ষ থেকে সবাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
উল্লেখ্য জোবাইদা দুরারোগ্য মায়স্থনিয়া গ্রেভিস রোগে গত কয়েকমাস যাবত চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা তাকে দ্রুত অপারেশনের জন্য নির্দেশনা দিয়েছেন। এজন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন বলে জানায় জোবাইদার সহপাঠীরা। ইতিমধ্যে তারা জোবাইদার পাশে দাড়িয়েছে।